অভয়নগরে সপ্তাহব্যাপী করোনার সচেতনতা ও মাস্ক বিতরণ কর্মসূচিতে এক ঝাক নবিন সাংবাদিক

82
মেহেদী হাসান ইরান (জেলা প্রতিনিধি)  যশোর:
যশোর জেলার অভয়নগর উপজেলা ও দক্ষিণ নড়াইলের সীমান্তবর্তী  ভৈরব উত্তর-পূর্বাঞ্চলের সাংবাদিকদের একমাত্র সংগঠন ভৈরব চিত্রা রিপোর্টার্স ইউনিটির করোনা মহামারির এই ক্রান্তিলগ্নে সপ্তাহ ব্যাপী জনসচেতনতাসহ মাস্ক বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
১১ আগষ্ট ২০২১ বুধবার স্থানীয় ঐতিহ্যবাহী গরুর হাট খ্যাত চাকই-মরিচা-ভবানীপুর বাজারে  মাস্ক বিতরণ ও করোনা রোধে সপ্তাহ ব্যাপি চলমান গণ সচেতনতামূলক কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব চিত্রা রিপোর্টারস ইউনিটির উপদেষ্টা হাফিজুর রহমান আকুন্জী ও উক্ত বাজার কমিটির সভাপতি কিবরিয়া শেখ।রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাষ্টার আমিনুর রহমানের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মাষ্টার বাবলুর রহমান, সাধরণ সম্পাদক ও সি আই এন টিভি ২৪ এর যশোর জেলা প্রতিনিধি সাংবাদিক মেহেদী হাসান ইরান, যুগ্ম সম্পাদক বিলাল মাহিনী, কোষাধ্যক্ষ কবিরুল ইসলাম, সাহিত্য প্রকাশনা সম্পাদক মাষ্টার সব্যসাচী বিশ্বাস, নির্বাহী সদস্য যথাক্রমে রবিউল ইসলাম, রবিউল সর্দার, বাচ্চু জসীম, মাসুম, মুরাদ হোসেন, সাবেরুল ইসলাম, সাদিকুল ইসলাম, প্রনয় বিশ্বাস, তরুন বিশ্বাস, আজিজুর শেখ, লিপ্পন সরকার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান থেকে রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ জানান, চলমান কর্মসূচি আগামী ১২ ও ১৩ ই আগষ্ট শুক্রবার ভৈরব উত্তর-পূর্ব জনপদের ভাটপাড়া বাজার হতে শুরু হয়ে সিংগাড়ী,হরিশপুর,বাশুয়াড়ী,লেবুগাতী, হিদিয়া, ইছামতী এবং নাউলী বাজারে গিয়ে শেষ হবে।জানা গেছে এ কর্মসূচি সারা সপ্তাহ ধরে  অভয়নগর ও দক্ষিন নড়াইলের বিভিন্ন হাট বাজার, গ্রাম পাড়া মহল্লায় করোনার সচেতনতা উপলক্ষে চলতে থাকবে।