খুলনার এক মানবিক ডাক্তার মিজানুর রহমান

509
মোঃ আল আমিন খান – সিনিয়র স্টাফ রিপোর্টার 
চিকিৎসা জগতে পা দিয়েই নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন সর্বদা মানব সেবায় মানবতার ফেরিওয়ালা ডাক্তার মিজানুর রহমান। গরিবের ডাক্তার নামে বেশ পরিচিত তিনি। একজন ভালো চিকিৎসক হিসেবে রয়েছে তার বেশ সুনাম। সব সময় হাঁসি মুখে সাদামাটা এ মানুষটি রোগীদের কথা শোনেন মনোযোগ সহকারে। মানুষের সেবা করাই যেন তার মূল লক্ষ্য ও উদ্দেশ্যে। নিজের ও পরিবারের কথা চিন্তা না করে এ মহামারী করোনা কালেও ছিলেন প্রতিটা মানুষের পাশে। ছাত্র জীবন থেকে মানুষের সেবা করার লক্ষ্যে ডাক্তার হিসেবে নিজেকে গড়ে তোলেন তিল তিল করে। ডাক্তারি পেশার দায়িত্ব পালনের পাশাপাশি সেবা করার মহান ব্রত নিয়ে কয়েকটি সেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িয়ে নিরলস ভাবে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন এ মানুষটি। ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের কারিগর গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জম্মগ্রহন করেন মানব সেবক ডাক্তার মিজানুর রহমান। ইতিমধ্যেই ফুলতলা উপজেলার পরই খুলনা জেলাসহ বটিয়াঘাটা উপজেলার মানুষের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন। ডাঃ মিজানুর রহমান বর্তমানে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মরত আছেন। মহামারী করোনাকালে যখন অনেক ডাক্তাররা যখন নিজেদের কথা চিন্তা করে রোগী দেখা বন্ধ রাখেন তখনও ডাঃ মিজানুর রহমান  নিজের ও পরিবারের কথা চিন্তা না করে নিরলস ভাবে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  ১ লা এপ্রিল পঃ পঃ কর্মকর্তা হিসাবে যোগদান করেন ডাঃ মিজানুর রহমান। এই মানুষটি যখন যেখানে কর্মরত ছিলেন, সেখানেই লেগেছে আধুনিকতার ছোয়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও  (আর এম ও)  হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এমন একজন দক্ষ ও অভিঙ্গতা সম্পূর্ণ ডাক্তার কে নিজ উপজেলায় দেখতে চান ফুলতলার মানুষ।