ফুলতলা বাস স্টান্ডে থৈ থৈ করছে পানি : অচীরেই নিরসনের ব্যবস্থা-চেয়ারম্যান শিপলু

275

ডেক্স রিপোর্ট

ফুলতলা বাস স্টান্ড চত্বর এলাকায় দীর্ঘ দিন যাবৎ বর্ষা মৌসুম আসলেই পানি জমে থাকে। সারা বাস স্টান্ড এলাকা সহ ফুলতলা স্বাধীনতা চত্বর তলিয়ে যায় পানিতে। আর এই জলবদ্ধতার দূর্ভোগ পোহাতে হয় ব্যবসায়িসহ সাধারন যাত্রীদের। এর আগেও এই জলবদ্ধতা দূরীকরণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তবে বাস্তবে কোন পদক্ষেপ নেওয়া হয় নি এখন পর্যন্ত। ফলে বর্ষা মৌসুমে প্রবল বর্ষনে পানি জমে থাকে ফুলতলা বাস স্টান্ড এলাকায়।

সাম্প্রতিক থানা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক শেখ আসলাম হোসেন ফুলতলা উপজেলা জনপ্রশাসন সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে এক মিটিং-এ  জলবদ্ধতার বিষয় নিরসনের দাবি জানান । আসলাম হোসেন বলেন, ফুলতলা বাস স্টান্ডে আওয়ামীলীগের থানা  কার্যালয় অবস্থিত , এই জলবদ্ধতা আমাদের জন্য লজ্জার বিষয়। আশা করি দ্রুত সমাধান হবে।

দামোদর ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু জানান, ফুলতলা বাসস্টান্ড চত্বরে জলবদ্ধতা নিরসনের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি, ইনশাআল্লাহ আগামী বর্ষার মৌসুমে ফুলতলা স্টান্ডের জলবদ্ধতার দূর্ভোগ আর পোহাতে হবে না।

উল্লেখ্য, ফুলতলার রাজনৈতিক, ব্যবসায়ি ও সামাজিক অঙ্গসংগঠন সহ সকলের এখন প্রাণের দাবি ফুলতলা বাস স্টান্ড যাতে পানিতে তলিয়ে না থাকে বর্ষা মৌসুমে। এছাড়া আর জলবদ্ধতা নিরসন না হলে ব্যবসায়িদের উপর দারুন প্রভাব পড়বে । ফলে সচেতন মহল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন বিষয়টি নিরসনের জন্য।