ফকিরহাট সংবাদ

22

বাগেহাটে দায়িত্ব গ্রহন করলেন
সবথেকে তরুন ইউপি সদস্য বাপ্পী

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের সব থেকে কম বয়সে এবং বেশী ভোটের ব্যবধানে নির্বাচিত তরুন ইউপি সদস্য প্রদীপ কুমার সাহা (বাপ্পী) সোমবার সকাল ১০ টায় খানপুর ইউপির প্রথম মসিক সভার মধ্যদিয়ে দায়িত্ব গ্রহন করেছেন ।
বাগেরহাটের সদর উপজেলার ইউপি নির্বাচনে গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সব থেকে কম বয়সী এবং সব থেকে বেশী অর্থাৎ ৪৭৫ ভোটের ব্যাবধানে দুইবারের নির্বাচিত ইউপি সদস্যকে পরাজিত করে ২৪ বছর বয়সে ইউপি সদস্য নির্বাচিত হন এই তরুন জনপ্রতিনিধি । এই তথ্য চিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাচন অফিস। গত ৩১ শে অক্টোবর সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে শপথ গ্রহন করেন তিনি। এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন জনগনের দৌড়গোড়ায় সেবা পৌছে দেওয়া ,সন্ত্রাস,মাদক, বাল্য বিবাহ মুক্ত করণ এবং এসডিজি বাস্তবায়নে কার্যকর ভুমিকা রেখে মানুষের সেবা করে যাবেন।

খানপুর ইউনিয়নে নবনির্বাচিত
জনপ্রতিনিধিদের প্রথম সভা

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণের ১ম সভা সোমবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন এর সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শিশির শিকদার, সম্মানিত অতিথি ছিলেন চুলকাটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান।
ইউপি সচিব জাহাঙ্গীর আকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন,নব নির্বচিত তরুন ইউপি সদস্য প্রদীপ কুমার সাহা (বাপ্পী) তিনি তার বক্তিতায় মাদক ও বাল্য বিবাহমূক্ত ইউনিয়ন গঠনের বিভিন্ন রুপরেখা সভায় তুলে ধরেন। সভাপতির বক্তিতায় নব নির্বাচিত চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন তিনি বলেন সরকারের বরাদ্দ ও ইউনিয়ন পরিষদের নিজেস্ব আয়ের অর্থ সঠিক ব্যবহার করা,উনমুক্ত ওয়ার্ড সভার মাধ্যমে জনগনের মতামত গ্রহন,সঠিক উপকার ভোগী নির্বাচন তথা এসডিজি বাস্তবায়ন করা সহ সন্ত্রাস,চুরি,মাদক ও বাল্য বিবাহ নিমূল করে খানপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসাবে গড়ে তোলা হবে। এসময় অনান্যের মধ্যে বক্তব্য করেন ইউপি সদস্য সঞ্জয় দাস,খাদিজা পারভীন শিলা, মোঃ কামাল হোসেন। সভায় প্যানেল চেয়ারম্যান ও ১৩টি স্ট্যাডিং কমিটি ঘোষনা করা হয়। এর আগে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণের অভিষেক অনুষ্ঠানে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষক ,সাংবাদিক, জনপ্রতিনিধি, ডাক্তার ,ব্যাবসায়ী ,ইমাম ও মোয়াজ্জেমসহ সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিগন উপস্থিত ছিলেন। ##