একই পরিবারের পাঁচ সদস্যকে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কর লুট

11
ডেস্কঃ
যশোর বন্দরনগরী নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ড ধোপাদী দপ্তরী পাড়া এলাকায়  একই পরিবারের পাঁচ সদস্যকে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে দরজা ভেঙে  অজ্ঞান করে নগদ অর্থ সহ স্বর্ণালংকার লুট হয়েছে বলে জানা গেছে।
ওই পাঁচ সদস্যরা হলেন,মৃত মনছেপ আলী শেখ’র ছেলে  আবু জাফর(৬০)। আবু জাফরের স্ত্রী মাহফুজা বেগম(৪৫)। আবু জাফরের দুই ছেলে,মোঃ রাকিব (১৯) ও রেজওয়ান (২৫)। রেজওয়ানের স্ত্রী সুমি (১৮)।
সরেজমিনে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৩টার দিকে ওই পরিবারের সদস্যদের আর্তনাদ শুনতে পেরে স্থানীয় বাসিন্দারা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে হাসপাতাল ও পরিবারিক সূত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরে ওই পাঁচ সদস্য। পরে রাত আনুমানিক ১টার কিছু সময় আগে দরজা ভেঙে লুট হয়েছে বলে স্বজনদের ধারণা।
এদিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র কর্তব্যরত চিকিৎসক জানান, চেতনানাশক মিশিয়ে অজ্ঞান হয়ে থাকা রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
এবিষয়ে অভয়নগর থানা ইনচার্জ (ওসি)মোঃ শামীম হোসেন’র কাছে জানতে চাইলে তিনি বলেন, এ-সংবাদ পাওয়া মুহুর্তে পুলিশ ফোর্স ওই বাড়ি পরিদর্শন করেছেন।