খুলনায় ফ্রি চক্ষু ও ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন

52

খবর বিজ্ঞপ্তি
অসহায় ও দরিদ্র মানুষের জন্য খুলনায় ফ্রি চক্ষু ও ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় নগরীর আযম খান কমার্স কলেজ সংলগ্ন খুলনা কমিউনিটি আই হসপিটাল লিমিটেড- এ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের যাত্রা শুরু হয়। যা ১৫ দিন ব্যাপী চলবে।
খেদমত ট্রাস্টের সহায়তায় স্যোসাল এন্ড এনভায়রনমেন্ট ডেভলপমেন্ট অর্গানাইজেশন (সিডো) এবং খুলনা কমিউনিটি আই হসপিটাল লিমিটেড যৌথভাবে ফ্রি চক্ষু ও ছানি অপারেশন কার্যক্রমের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইফসুপ আলী। বিশেষ অতিথি ছিলেন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন সিডো’র সভাপতি মল্লিক আবিদ হোসেন।
উপস্থিত ছিলেন সিডো’র সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী বাবু, দপ্তর সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক কাজী শফিক সাদিক, সদস্য মো. মঈন উদ্দিন বিশ্বাস ও খুলনা কমিউনিটি আই হসপিটাল লিমিটেড’র ম্যানেজার মো. আতিকুজ্জামান।
সিডো’র সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী বাবু জানান, অসহায় ও দরিদ্র মানুষের ফ্রি চক্ষু ও ছানি অপারেশন কার্যক্রম ১৫ দিন ব্যাপী চলবে। প্রথম দিন ৬জনের ছানি অপারেশন করা হয়।
#