খুলনায় সাংবাদিক তোফাজ্জেল হোসেনকে হুমকি : থানায় জিডি

34

ডেক্স রিপোর্ট।।

করোনাকালিন সময়ে সরকারি নির্দেশ অমান্য করে আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বর বিএনপি নেতা আলহাজ্জ শেখ আল আমিনের তত্ত্বাবধনে চলে প্রি দারুন নাজাত নূরানী মাদ্রাসার শিক্ষা কার্যক্রম। স্বাস্থ্যবিধি অমান্য করে গোপনে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম চলছে এমন সংবাদে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হুমকির মুখে জীবনের নিরাপত্তায় থানায় সাধারণ ডায়রী করেছে জাতীয় দৈনিক দৈনিক শিরোমণি পত্রিকার মফস্ফল সম্পাদক সাংবাদিক তোফাজ্জেল হোসেন।
খানজাহান আলী থানায় সাধারণ ডায়রীতে সাংবাদিক তোফাজ্জেল হোসেন অভিযোগ করেন গত ১৬/২/২০২২ ইং তারিখে শিরোমণি বাজারস্ত লখাই বিল্ডিং এ ২য় তলায় প্রি দারুন নাজাত নূরানী মাদ্রাসায় সরকারি নির্দেশনা অমান্য করে স্বাস্থ্যবিধি অমান্য করে গোপনে পাঠদান চলছে এমন সংবাদের পেসাগত দায়িত্ব পালনে তথ্য সংগ্রহ করায় শনিবার ১৯/২/২০২২ ইং তারিখ রাত ৯:২৫ মিনিটের সময় ইউপি সদস্য আল আমিন হোসেন তার ব্যাবহৃত মোবাইল নং ০১৯২৮ ৫৯১৫১৬ থেকে সাংবাদিক তোফাজ্জেল হোসেন অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে বলে তুই যে প্রতিষ্ঠানে গেছিস ঐ প্রতিষ্টানের মালিক আমি । তুই আর কোনদিন ওই প্রতিষ্ঠানে যাবিনা যদি তুই ওই প্রতিষ্ঠানে যাস তাহলে তোকে আমি দেখে নেওয়ার হুমকি দেয়। এ ব্যাপারে খানজাহান আলী থানার একটি সাধারণ ডায়রী করা হয়েছে (নং-৮৬৪ তারিখ ১৯-২-২০২২)। এ ব্যাপারে খানজাহান আলী থানার অফির্সাস ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস বলেন সাংবাদিক তোফাজ্জেল হোসেন থানায একটি সাধারন ডায়রি করেছে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।