সড়ক দুর্ঘটনায় আহত কোরআনের হাফেজ ও তার বাবার জন্য আর্থিক সাহায্যের আবেদন

28

খুলনার পাইকগাছার চাঁদখালীর তোয়েব আলী সরদার (৫০) ও তার ছেলে পবিত্র কোরআনের হাফেয মোঃ রবিউল ইসলাম (২৫) ২০২১ সালের ৫ ডিসেম্বর মটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হন। দূর্ঘটনায় তোয়েব আলি সরদারের গলার হাড় ভেঙ্গে গেছে ও তার ছেলের বাম পা মারাত্মকভাবে ভেঙ্গে গেছে এবং কলব ছাড়িয়ে গেছে।

তাদের অপারেশন ও চিকিৎসা করার জন্য আনুমানিক ৫ লাখ টাকার বেশী প্রয়োজন। কিন্তু অসহায় দিনমজুর পরিবারটির পক্ষে এ খরচ বহন করা সম্ভব নয়।

আহত তোয়েব আলী সরদার বলেন, গত বছরের ৫ ডিসেম্বর তারিখে মোটর সাইকেলে আমি ও আমার ছেলে সাতক্ষীরা যাওয়ার পথে চুকনগর মোড় থেকে সামান্য দূরে পৌঁছালে একটি ট্রাক আমাদের মোটর সাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। আমরা বাবা ও ছেলে গুরুতর আঘাত হই। আশেপাশের মানুষের সাহায্যে আমরা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হই। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় আমাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। খুলনা মেডিক্যালে ৩ দিন থাকার পর আমাদেরকে ঢাকার শ্যামলী পঙ্গু হাসপাতাল পাঠায়। পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায় আমার গলার হাড় ভেঙ্গে গেছে এবং ছেলের বাম পা মারাত্মকভাবে ভেঙ্গে গেছে এবং কলব ছাড়াইয়া গেছে। অপারেশন ও চিকিৎসা করার জন্য আনুমানিক ৫ লাখ টাকার বেশী লাগবে। যা আমাদের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না হওয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ করে বাড়িতে দুর্বিসহ জীবন যাপন করছি। ইতিমধ্যে চিকিৎসা করাতে সকল সহায় সম্বল নিঃশেষ করে ফেলেছি। আমরা ২ জনই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় আমাদের চিকিৎসা খরচ বহনের অন্য কোন উপায় নেই।

তিনি আরও বলেন, আমরা আসহায় বাবা ও ছেলে আমাদের চিকিৎসা খচরের জন্য সকলের নিকট আর্থিক সাহায্য কামনা করছি। সাহায্য পাঠানোর ঠিকানা- ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং, গিলাবাড়ী বাজার, কয়রা, খুলনা শাখা, হিসাবের নামঃ মোছাঃ রেশমা খাতুন (তোয়েব আলীর মেয়ে), হিসাব নংঃ ২০৫০৭৭৭০২০৫০৩৭৮০৬। বিকাশ ও যোগাযোগের নাম্বার হাফেজ রবিউল ইসলাম ০১৯১১০০৫৯০৯ (পারসোনাল)।