গোপালগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন

68

নাদিম সিকদার, স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলায় বড় ভাইয়ের হাতে ছোট বোন খুনের ঘটনা ঘটেছে। ছোট দিঘলীয়া গ্রামে মঙ্গলাবার এ ঘটনা ঘটে। জানা গেছে, ২৫ বছর আগে ওই গ্রামের জাকির হোসেন ও নুরুন্নাহার বেগম দম্পতির বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মাঝে পারিবারিক কলহ শুরু। নাসিরউদ্দিন, সিফাতুল্লাহ, শফিউল্লাহ ও হালিমা খাতুন নামে তাদের চার সন্তান রয়েছে। ঘটনার দিন দুপুর ১২টায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর ওপর অভিমান করে নুরুন্নাহার বেগম বাড়ি থেকে অন্যত্র চলে যান। জাকির হোসেনও বাড়ি থেকে কাজে চলে যান। এরই জের ধরে ভাই সিফাতুল্লাহর সঙ্গে বোন হালিমা খাতুনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সিফাতুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে হালিমা খাতুনকে গলা কেটে হত্যা করে।

স্থানীয় সূত্র জানায়, বাবা-মা’র ঝগড়ার সময় সিফাতুল্লাহ বাবা এবং হালিমা খাতুন মায়ের পক্ষ নিতো। হালিমা খাতুনের মা নুরুন্নাহার বেগম বলেন, ‘আমি বাড়ি থেকে বের হওয়ার পর সিফাতুল্লাহ, হালিমা ও শফিউল্লাহ বাড়িতে ছিল। সে সময় পারিবারিক কলহ নিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটি হচ্ছিল। আমার ধারণা, সিফাতুল্লাহই হালিমাকে হত্যা করেছে।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, ঘটনার প্রকৃত কারণ এখনো জানা জায়নি। সিফাতউল্লাকে গ্রেফতার করা হয়েছে।