“পান্না পারুলা প্যরালাইসিসে আক্রান্ত : অর্থের অভাবে চিকিৎসা বন্ধ

39
মেহেদী হাসান ইরান
অভয়নগর উপজেলার ৭নং শুভরাড়া ইউনিয়নের শুভরাড়ার শুকপাড়াগ্রামে একই বাড়ীতে দু বোন প্যরালাইসিসে আক্রান্ত।খোজ নিয়ে জানাগেছে পান্নু ও পারুলা সুলতানা তারা দুবোন,২০১৫ সালথেকে তারা দুবোনই থ্যলাসেমিয়া জাতীয় রোগে অক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে।গতকাল মঙ্হলবার বিকালে শুকপাড়া গ্রামের আতিয়ার শেখের বাড়ীতে গেলে দেখাযায় পান্নু পারুলা দুবোন তারা বারান্দায় খাটের উপর বসে আছে,হুইলচেয়া বা ক্রেষ্ট না থাকায় নিজেরা চলতে পারেনা,সারাদিন কাটে বারান্দায় বসে রাস্তায় তাকিয়ে,পান্নু আধো আধো ভাবে কথা বলতে পারলেও পারুলা কথা বলতে পারে অনেক কষ্টে।ঘটনাস্থালে গিয়ে দুবোনের সাথে কথাবলতে গেলে অঝরে কেদে দিলেন কারা।কাদতে কাদতে পান্না (২২) জানিয়েছেন সে ২০১৫ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলো। ৮ টি ববষয়ে পরীক্ষা দেওয়ার পর আর পরীক্ষা দিতে পারেনি, তখন থেকে দু পা অবস হয়েয়ায।দারিদ্রের জাতা কলে পিষ্টহয়ে চিকিৎসা নিতে পারেনি সে।আরেক বোন পারুলা (২৫) জানিয়েছেন ২০১৫ সালে বিবাহ হয় তার, বিয়ের দুমাস পরে হঠৎ দু’পা অকেজো হয়ে যায় তার।চিকিৎসায় সুস্থ না হওয়ায় সংসার ভেঙ্গে যায় তার।সেই থেকে দু’বোন পিতার সংসারে বাড়তি ঝামেলা হয়ে আছে তারা।এ বিষয়ে পিতা আতিয়ার রহমান জানিয়েছেন দু মেয়ের ৭ বছবের চিকিৎসার ব্যয়ে তার সবকিছু শেষ হয়েগেছে। কাদতে কাদতে  তিনি জানালেন দুবোনের দুটা হুইলচেয়ার কিনে দেওয়ার মত সংগতি আর নেই তার।চার বোন আর এক ভাইয়ের মধ্য পান্না ও পারুলা বাদে সকলে নিজ সংসার নিয়ে ব্যস্ত থাকায় চরম অবহেরায় রয়েছে তারা।