যশোর জেলা ডিবি পুলিশের পৃথক দুই অভিযানে ১৫১ বোতল ফেন্সিডিল সহ আটক ২

176

চীফ রিপোর্টারঃ যশোর জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের পৃথক দুই অভিযানে ১৫১ বোতল ফেন্সিডিল সহ আটক ২ জনকে আটক করেছে পুলিশ। উক্ত বিষয়ে পৃথক দুইটি মামলা দায়ের করেছে পুলিশ।

মঙ্গলবার ০৭ জুন যশোর ডিবি পুলিশের এসআই মোঃ সোলায়মান আক্কাস, এসআই শেখ আবু হাসান, এএসআই এসএম ফুরকান, এএসআই মোঃ শফিউর রহমান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দুপুর ০৩ঃ৪৫ মিনিটে যশোর শার্শা থানাধীন পানবুড়ি গ্রামস্থ সাতক্ষীরা টু নাভারন হাইওয়ে রাস্তার পশ্চিম পাশে জনৈক সেলিম, পিতা-ওমর আলী এর তালাবদ্ধ বসতঘরের সামনে হইতে আসামী হুমায়ুন কবির (২২), পিতা- নুর ইসলাম, সাং- সোনাবাড়ীয়া উত্তরপাড়া, থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরাকে ১০০ (একশত) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ গ্রেফতার  করেন।উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমানিক ২,০০,০০০/= (দুই লক্ষ) টাকা। এ সংক্রান্ত বিষয়ে এসআই মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন।

এছাড়া পৃথক আরো একটি অভিযানে মঙ্গলবার (০৭ জুন) যশোর ডিবি পুলিশের এসআই মোঃ আরিফুল ইসলাম, এএসআই নির্মল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিকাল ০৫ঃ৩০ মিনিটে যশোর বেনাপোল পোর্ট থানাধীন কৃষ্ণপুর গ্রামে নিজ বসতবাড়ীর উঠান হতে আসামী হাফিজুর রহমান (২৬), পিতা- গোলাম রসুল, সাং- কৃষ্ণপুর পূর্বপাড়া, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর কে ৫১ (একান্ন) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার  করেন।উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমানিক ১,০২,০০০/= (এক লক্ষ দুই হাজার) টাকা।এ সংক্রান্তে এএসআই (নিঃ) নির্মল কুমার ঘোষ বাদী হয়ে বেনাপোল পোট থানায় এজাহার দায়ের করেন।