ফকিরহাট ফলতিতা নয়টি মৎস্য আড়ৎয়ে মোবাইল কোর্টের অভিযানে অর্থ সহ জেল জরিমানা

51
বাদশা আলম ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে উপজেলার  ফলতিতা মৎস্য আড়ৎ এ মোবাইল কোর্টের বিশেষ অভিযানে চিংড়িমাছে ক্ষতিকর জেলি পুশ করার অপরাধে ৯টি মামলায় ৪ জনকে ১ মাস থেকে ১ বছর পর্যন্ত জেল, ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও ১ হাজার ২শত ৫০ কেজি পুশকৃত চিংড়িমাছ জব্দ করা হয়। এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন উপজেলা মৎস অফিসের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, সাদা সোনা খ্যাত চিংড়িমাছ দেশের বৈদেশিক মূদ্রা অর্জনে বিশেষ ভূমিকা রাখে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী ও চাষী বেশি মুনফা লাভের আশায় মাছে ক্ষতিকর জেলি পুশ করে দেশের ভাবমূর্তি ক্ষূন্ন করার পাশাপাশি আর্থিক ক্ষতি করছেন। এদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।
এসময় ফকিরহাট সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, এএসআই শামিমসহ মডেল থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।