প্রকাশিত সংবাদের প্রতিবাদ

22
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ০৫ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে জাতীয় দৈনিক ঢাকা রিপোর্ট পত্রিকা ও ২৯ আগষ্ট ২০২২ ইং তারিখে সি আই এন টিভি ২৪ নিউজ পোর্টালে “ ফুলতলা উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে প্রকাশ্যে ধূমপান” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। উক্তো সংবাদটি সাংবাদিক বন্ধুদের ভুল তথ্য দিয়ে একটি কুচক্রী মহল সংবাদ পরিবেশন করতে সহায়তা করেছে। যা আদৌ সত্য নয়। মূলত নির্বাচন কর্মকর্তা হিসেবে ফুলতলা উপজেলায় যোগদানের পর থেকে একটি মহল আমার পিছনে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যারই অংশ হিসেবে পত্রিকার আমার বিরুদ্ধে সংবাদ প্রচার হয়েছে। মূলত: ওই চক্রটি সংঘবদ্ধ হয়ে আমার সুনামক্ষূন্য করার নিমিত্তে ধূমপানরত ছবি তথ্য প্রযুক্তির অপপ্রয়োগের সহায়তায় এডিট করা হয়েছে। ফলে আমার সামাজিক ভাবমূর্তি ও কর্মস্থলে প্রভাব পড়েছে। এছাড়া সংবাদে আরও উল্লেখ করা হয়, আমি নাকি সেবা প্রত্যাশিদের সাথে অশোভনীয় আচারণ করে থাকি। তবে বাস্তবে আমার অফিসে কোন সেবা গ্রহীতা আসলে তাদেরকে চায়ের আপ্যায়নসহ যতটুকু সেবা করার ক্ষমতা কর্তৃপক্ষ আমাকে দিয়েছেন তার পুরোটাই বাস্তবায়ন করার চেষ্টা করি। সম্পূর্ন অযাচিত খবর প্রকাশে আমি মর্মাহত হয়েছি।

তাই আমি উক্তো সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভবিষ্যতে আমার বিরুদ্ধে এ ধরনের ভূল তথ্যদিয়ে সংবাদ পরিবেশন না করার জন্য সাংবাদিক বন্ধুদের আহবান জানাচ্ছি।

প্রতিবাদ প্রেরণে
শেখ জাহিদুর রহমান
উপজেলা নির্বাচন অফিসারফুলতলা, খুলনা।