দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক-সম্পাদককে আইনী চিঠি

109
সবুজ গাজি । পৌরসভা প্রতিনিধি (নওয়াপাড়া)
যশোর জেলার অভয়নগরে স্থানীয় দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক-সম্পাদকে আইনি চিঠি প্রদান করা হয়েছে। উপজেলার বুনোরামনগরের মৃত আরব আলীর পুত্র আনছার আলী বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এ নোটিশ প্রদান করেন।
লিগ্যাল নোটিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ২৪ জানুয়ারি দৈনিক নওয়াপাড়া পত্রিকায় এই মর্মে সংবাদ প্রকাশ করে যে, ক্রয়কৃত জমির দখল চাইলে উপজেলার  বুনোরামনগরের মৃত আরব আলীর পুত্র আনছার আলী ও তার মামা ধোপাদী গ্রামের দবির অজ্ঞাতনামা ১০/১২ জন দূর্বৃত্ত নিয়ে ২২ জানুয়ারি রবিবার দিবাগত রাত ১২.০০ টার পরে বুনোরামনগরের অলিয়ার শেখের পুত্র জাহাঙ্গীর আলমের বসত বাড়িতে এসে ভাংচুর করে এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় এলাকাবাসী শব্দ শুনে দূর্বৃত্তদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। জাহাঙ্গীর আলম ১ বৎসর পূর্বে একই গ্রামের আশরাফের নিকট থেকে ১২ লাখ টাকা মূল্যে ৬৭ শতক জমি ক্রয় করে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, আনসার আলীর পৈতৃক সূত্রে পাওয়া জমি আশরাফকে মালিক সাজিয়ে জাল জালিয়াতির মাধ্যমে জাহাঙ্গীর দলিল করে আইন বহির্ভূতভাবে দখল করার পায়তারা করছে। কোনরকম যাচাইবাছাই ছাড়া জমির প্রকৃত মালিক আনসার ও তার মামা দবিরকে নিয়ে এ ধরনের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় তাদের মান সন্মানের হানী হয়েছে মর্মে প্রকাশিত সংবাদ ৭ দিনের মধ্যে প্রত‍্যাহার না করলে সম্পাদকের বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা গ্রহণ করা হবে।