জি আই জেড -এর অর্থায়নে ওয়েভ ফাউন্ডেশন-এর ইউ এম আই এম সি সি প্রকল্পের আওতায় দেশী মোরগ-মুরগী পালন -এর উপরে ২ দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত

28

ডেক্স রিপোর্ট

জি আই জেড -এর অর্থায়নে ওয়েভ ফাউন্ডেশন-এর ইউ এম আই এম সি সি প্রকল্পের আওতায় দেশী মোরগ-মুরগী পালন -এর উপরে ২ দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ।

“জলবায়ুর প্রভাবে খুলনা মহানগরে স্থানান্তরিত অভিবাসী ও দরিদ্র পরিবারসমূহের অভিযোজিত জীবন-জীবিকার মান উন্নয়ন প্রকল্প”-এর অধীনে খুলনা মহানগরের ৩১ নং ওয়ার্ডের মোল্লাপাড়া স্লাম থেকে ৪০ জন এবং ১৪ নং ওয়ার্ডের আনছারউদ্দিন রোড স্লাম থেকে ১০ জনকে নিয়ে দেশী মুরগী পালনের উপর ০৬/০৮/২০২৩ এবং ০৭/০৮/২০২৩ মোট দুই ব্যাচের প্রশিক্ষণ কারিতাস রিজিওনাল অফিস, রূপসা, খুলনা -এ অনুষ্ঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (বি এম জেড) এর যৌথ অর্থায়নে এবং বাংলাদেশ রিজিলিয়েন্ট এন্ড লাইভলিহুড প্রোগ্রামের আওতায় (জি আই জেড) -এর আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন খুলনা সিটি কর্পোরেশনের ১২,১৩,১৪,৩০ এবং ৩১ নং ওয়ার্ডে প্রকল্পটি বাস্তবায়ন করছে। সেই ধারাবাহিকতায় ৩১ নং ওয়ার্ডের মোল্লাপাড়া স্লামে ৪০ টি পরিবারে (১০টি মুরগী ও ১টি মোরগ প্যাকেজ) এবং ১৪ নং ওয়ার্ডের আনছারউদ্দিন রোড স্লামে ১০ টি পরিবারে (১০টি মুরগী ও ১টি মোরগ প্যাকেজ) প্রদান করা হবে। মুরগী প্রদানের আগে উপকারভোগীদের মুরগী পালনের উপর প্রশিক্ষণ দেওয়া হলো। এই প্রশিক্ষণে মুরগীর জাত নির্নয়, মুরগীর খাবার ব্যবস্থাপনা, রোগ ও রোগের প্রতিকার নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও দেশী মুরগীর প্রজাতি সংরক্ষনের জন্য প্রাকৃতিক উপায়ে বংশ বৃদ্ধির পদ্ধতি নিয়েও আলোচনা করা হয়। পরিবারে ডিম ও মুরগীর চাহিদা পূরন করার পাশাপাশি বাজারজাতকরণ ও ব্যবসায়িক পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন ড. পেরু গোপাল বিশ^াস, ভেটেরিনারী সার্জন, খুলনা সিটি কর্পোরেশন। প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম মিঠু, ওয়ার্ড কাউন্সিলর, ৩১ নং ওয়ার্ড। সার্বিক অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা সোহেলী সুলতানা ও ফিল্ড সুপারভাইজার উজ্জ্বল সানা।