ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক কমিউনিটি সবজি বাগান ও ব্যবস্থাপনা বিষয়ক ২দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত

39

খবর বিজ্ঞপ্তি :
“জলবায়ুর প্রভাবে খুলনা মহানগরে স্থানান্তরিত অভিবাসী ও দরিদ্র পরিবারসমূহের অভিযোজিত জীবন-জীবিকার মান উন্নয়ন প্রকল্প”-এর অধীনে খুলনা মহানগরের ৩১ নং ওয়ার্ডের মতিয়াখালী স্লামের ৪০টি পরিবার থেকে ০১ জন করে সদস্য নিয়ে ০২ দিনব্যাপী কমিউনিটি সবজি বাগান তৈরী ও ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণ নগরীর রুপসা স্ট্যান্ড রোডস্থ কারিতাস রিজিওনাল অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গত ২৮ আগস্ট ও ২৯ আগস্ট এই প্রশিক্ষণ সম্পন্ন হয়।
ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (বিএমজেড)’র যৌথ অর্থায়নে এবং বাংলাদেশ রিজিলিয়েন্ট এন্ড লাইভলিহুড প্রোগ্রামের আওতায় (জিআইজেড)’র আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন খুলনা সিটি কর্পোরেশনের ১২, ১৩, ১৪, ২২ এবং ৩১ নং ওয়ার্ডে প্রকল্পটি বাস্তবান করছে।
ওয়েভ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পরিবারের সবজির চাহিদা পূরণের পাশাপাশি নগরীকে গ্রীন জোন তৈরী করার উদ্দেশ্যে ৩১ নং ওয়ার্ডেও মতিয়াখালী স্লামের ৪০ টি পরিবার হতে ০১ জন করে সদস্যকে কমিউনিটি সবজি বাগান তৈরী ও ব্যবস্থাপনার উপরে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়। মতিয়াখালী খালের পাড় এবং সিটি কর্পোরেশনের রাস্তার মধ্যবর্তী স্থানে ১২ফুট চওড়া ফাঁকা জায়গা রয়েছে। কোথাও কোথাও এই জায়গার পরিমান আরও বেশী। জিআই জেডের অর্থায়নে ওয়েভ ফাউন্ডেশন এই ফাকাঁ জায়গাতে ৪০০ ফুট দীর্ঘ এবং ৮ ফ্টু চওড়া সবজি বাগান করতে ইচ্ছুক। এই সবজি বাগানটির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্যই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। সবজি বাগানটি ৫ টিইউনিটে বিভক্ত হবে। প্রতিটি ইউনিটে ০৮ জন করে উপকারভোগী সবজি চাষ করে তাদের পারবিারিক চাহিদা মেটানোর পাশাপাশি বাজারজাত করতে পারবে। এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৪০জন সদস্যকে ০৮ টি দলে বিভক্ত করা হয়। প্রতিটি দলের আলাদা আলাদা নামকরণ করা হয় এবং দলীয় কমিটি নির্বাচন করা হয়। প্রকল্প শেষ হওয়ার পরে ব্যবস্থাপনার দ্বায়িত্ব তাদের উপরে অর্পন করা হবে। এ সকল প্রচেষ্টার মূল উদ্দেশ্য হচ্ছে উত্তপ্ত পৃথিবীকে ঠান্ডা করা।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর হর্টিকালচার সেন্টারের সহকারী উপ-পরিচালক মহাদেব চন্দ্র সাহা এবং খুলনা সিটি কর্পোরেশন ড. পেরু গোপাল বিশ^াস। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা সোহেলী সুলতানা ও ফিল্ড সুপার ভাইজার উজ্জ্বল সানা।