চাকুরীর শেষ দিন পর্যন্ত দেশ ও দেশের জনগণের দায়িত্ব নিতে হবে : অতিরিক্ত আইজি মোঃ মইনুর রহমান

578

এম  হুসাইন  সাব্বির :

খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের ৫২তম টিআরসি ব্যাচে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে পুলিশ হেডকোয়র্টার্স অতিরিক্ত আইজি মোঃ মইনুর রহমান

চৌধুরী বলেছেন, “চাকুরীর শেষ দিন পর্যন্ত দেশ ও দেশের জনগণের দায়িত্ব নিতে হবে, এই বাহিনীর সদস্যদেরকে সততা এবং দক্ষতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে। তিনি আরো বলেন বঙ্গবন্ধু যে স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছিলেন সেই স্বাধীনতার লড়াইয়ে প্রথম সরকারি বুলেটটি এই বাহিনীর সদস্যরা ছুড়েছিল। দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং অর্থনৈতিক অবস্থা ধরে রাখতে এই বাহিনীর সদস্যদের দৃঢ়তার সাথে কাজ করে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে ”। আজ সকালে খুলনার পুলিশ ট্রেনিং সেন্টারের ৫২তম টিআরসি ব্যাচে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক। তিনি বলেন, দেশকে এগিয়ে নেওয়ার অগ্রযাত্রায় বর্তমান সরকারের পদক্ষেপের অংশ হিসাবে চৌকস, দক্ষ এবং সর্বক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন সু-শৃংখল আধুনিক বাহিনী হিসাবে গড়ে তুলতে এই পুলিশ ট্রেনিং সেন্টার অঙ্গিকার করেন । আধুনিক ও প্রশিক্ষিত বাহিনী তৈরীতে এই প্রতিষ্ঠানের সকলে অত্যান্ত আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করে আসছে।
সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠানে ৮টি কোম্পানীতে বিভক্ত হয়ে মোট ১২৪৩ জন টিআরসি পুলিশ সদস্য মৌলিক প্রশিক্ষণ শেষে শপথ গ্রহনের মধ্যে দিয়ে পুলিশ সদস্য হিসাবে যাত্রা শুরু করলো। কুচকাওয়াজ অনুষ্ঠানের প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন পুলিশ ট্রেনিং সেন্টারের আর আই মোঃ অজিয়ার রহমান। অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন পর্যায়ে উচ্চ পদস্থ কর্মকর্তা. বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, সুধী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।