‘আজ তক অ্যাচিভার অ্যাওয়ার্ড’ পেলেন নির্মাতা কল্লোল

433

সোমবার রাতে ভারতের মুম্বইয়ের মেয়র মিলনায়তনে ‘সিনেমা আজ তক ফিল্ম এ্যাচিভার অ্যাওয়ার্ড ২০১৮’ প্রদান করা হয়। সেরা চলিচ্চত্র (বাংলাদেশ) পুরস্কার দেয়া হয় ‘সত্তা’ চলচ্চিত্রকে। পুরস্কার গ্রহণ করেন এ চলচ্চিত্রের প্রযোজক ও কাহিনীকার সোহানী হোসেন। আর সেরা পরিচালকের স্বীকৃতি দেয়া হয় ‘সত্তা’র পরিচালক হাসিবুর রেজা কল্লোলকে। তার হাতে পুরস্কার তুলে দেন ‘সনম বেওয়াফা’ ছবিখ্যাত পরিচালক-প্রযোজক শাওয়ান কুমার। বিষয়টি ভারত থেকে জানান হাসিবুর রেজা কল্লোল। তিনি বলেন, দুবাইয়ে সম্প্রতি ‘গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড’-এর পর আমার পরিচালিত এ ছবিটি ভারতেও ‘আজ তক অ্যাচিভার অ্যাওয়ার্ড’ পুরস্কার পেল। আমি এ ছবির নির্মাতা হিসেবে সত্যিই আনন্দিত ও গর্বিত।

এদিকে দেশের একমাত্র সংগীতভিত্তিক চ্যানেল গানবাংলার ‘উইন্ড অফ চেঞ্জ’ এর মতো আন্তর্জাতিক প্রজেক্টের জন্য সেরা সংগীত পরিচালক হিসেবে ‘আজ তক অ্যাচিভার অ্যাওয়ার্ড-২০১৮’ অর্জন করেছেন কৌশিক হোসেন তাপস