ফকিরহাটের সংবাদ

509

 

ফকিরহাটে কেন্দ্র পরিচালনা সংক্রান্ত
বিষয়ে উপজেলা আ.লীগের
মতবিনিময় সভা

ফকিরহাট প্রতিনিধি।
ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৪২টি ভোট কেন্দ্রে কমিটির আহবায়ক সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যানদের সাথে কেন্দ্র পরিচালনা সংক্রান্ত বিষয়ে একান্ত মতবিনিময় সভা ও আলোচনা অনুষ্ঠান গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় শহীদ স্মৃতি ডিগ্রী মহাবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় কেন্দ্র পরিচালনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন, উপজেলা আ.লীগের সভাপতি স্বপন দাশ, সাধারন সম্পাদক শিরিনা আক্তার ও সহ-সভাপতি মোঃ মুস্তাইদ সুজা। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, আব্দুর রাজ্জাক, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সৈয়দ আলতাপ হোসেন টিপু, উপজেলা কৃষকলীগের আহবায়ক খান শামীম জামান পলাশ, বেতাগা ইউনিয়ন আ.লীগের সাঃ সঃ মোঃ ইউসুন আলী শেখ, লখপুর ইউনিয়ন আ.লীগের সাঃ সঃ এমডি সেলিম রেজা, পিলজংগ ইউনিয়ন আ.লীগের সাঃ সঃ মোঃ জাকির হোসেন টুটুল, ফকিরহাট সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি সমরেশ রায় চৌধুরী, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আ.লীগের সভাপতি রেজাউল করিম ফকির, মুলঘর ইউনিয়ন আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অবুবক্কার আবু, নলধা-মৌভোগ ইউনিয়ন আ.লীগের সাঃ সঃ জাহাংগীর হোসেন ও শুভদিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ফারুকুল ইসলাম ওমর। উল্লেখ্য ২৫ডিসেম্বর ফকিরহাট কাজি আজাহার আলী কলেজ মাঠে ও ২৭ডিসেম্বর বেতাগায় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জননেতা শেখ হেলাল উদ্দীন এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। উক্ত জনসভায় সকলের উপস্থিত কামনা করা হয়।

ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের
বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
ফকিরহাট প্রতিনিধি ঃ ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ শনিবার সকাল ১০টায় বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিষ্ট্রার ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ মিজানুর রহমান, ফকিরহাট কলেজের সাবেক অধ্যক্ষ মোল্লা আবআস আলী, প্রতিষ্ঠাতা সদস্য শেখ নাসির উদ্দিন, শেখ রফিকুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা কাজি আঃ ওহাব প্রমূখ। এসময় অন্যান্যদের মধ্যে শিক্ষক মুর্শিদা আক্তার, রেবা খাতুন, বাসন্তী রায়, মাধবী রায়, রুবেল ফকির, শেখ শহিদুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।