খুলনা বিভাগে আওয়ামীলীগের বিজয়ের জোয়ার

457

সারাদেশের ন্যায় বিভাগীয় শহর খুলনাতেও আওয়ামীলীগ নির্বাচনে জয়ে একাকার। খুলনার  কোন আসনে ছাড় দেয়নি আওয়ামীলীগ তথা মহাজোট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের ৩৬ আসনে আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের নৌকা প্রতীকের প্রার্থীরা। বিভিন্ন জেলা রিটার্নিং কর্মকর্তা রাতে এ ফলাফল ঘোষণা করেন।
খুলনা-১ (বটিয়াঘাটা-দাকোপ) : আ’লীগের পঞ্চানন বিশ্বাস নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৭২ হাজার ৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র আমীর এজাজ খান ধানের শীষ নিয়ে ২৮ হাজার ৪৩৭ ভোট পেয়েছেন।
খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) : ১৫৭ কেন্দ্রে আ’লীগের সেখ সালাহউদ্দিন জুয়েল নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ১২ হাজার ১০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ নিয়ে ২৭ হাজার ৩৭৯ ভোট পেয়েছেন।
খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর) : আ’লীগের বেগম মন্নুজান সুফিয়ান নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৩৪ হাজার ৮০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র রকিবুল ইসলাম বকুল ধানের শীষ নিয়ে ২৩ হাজার ৬০৬ ভোট পেয়েছেন।
খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) : আ’লীগের আবদুস সালাম মুর্শেদী নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ২৩ হাজার ২১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র আজিজুল বারী হেলাল ধানের শীষ নিয়ে ১৪ হাজার ১৮৭ ভোট পেয়েছেন।
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) :  আ’লীগের নারায়ণ চন্দ্র চন্দ নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৩১ হাজার ৭২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মিয়া  গোলাম পরওয়ার ৩২ হাজার ৯৫৯ ভোট পেয়েছেন।
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) : আ’লীগের শেখ মোঃ আকতারুজ্জামান বাবু নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৮৪ হাজার ৩৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী আবুল কালাম আজাদ ১৯ হাজার ২৫৭ ভোট পেয়েছেন।
বাগেরহাট- ১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) : আ’লীগের প্রার্থী শেখ হেলাল উদ্দিন সবকটি কেন্দ্রে সর্বমোট ২ লাখ ৫২ হাজার ৬৪৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী শেখ মাসুদ রানা পেয়েছেন মাত্র ১১ হাজার ৪৮৫ ভোট।
বাগেরহাট-২ (সদর ও কচুয়া) : আ’লীগের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় সবক’টি কেন্দ্রে সর্বমোট ২ লাখ ২০ হাজার ৯১২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রাথী এম এ সালাম পেয়েছেন মাত্র ৪ হাজার ৫৯০ ভোট।
বাগেরহাট- ৩ (রামপাল ও মোংলা) : আ’লীগের প্রার্থী হাবিবুন নাহার তালুকদার সবক’টি কেন্দ্রে সর্বমোট ১ লাখ ৮৮ হাজার ৯০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী জামায়াত নেতা আব্দুল ওয়াদুদ শেখ পেয়েছেন মাত্র ১৩ হাজার ৪০৮ ভোট।
বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ ও শরণখোলা) : আ’লীগের প্রার্থী মোঃ মোজাম্মেল হেসেন সবকটি কেন্দ্রে সর্বমোট ২ লাখ ৪৭ হাজার ৮৬৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দেলনের হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা আব্দুল মজিদ পেয়েছেন মাত্র ২ হাজার ৩৯৫ ভোট।
সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) : মুস্তফা লুৎফুল্লাহ (মহাজোট, ওয়ার্কার্স পার্টি, নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩ লাখ ৩১ হাজার ৪শ’ ১ ভোট। ধানের শীষ প্রার্থী পেয়েছেন ১২ হাজার ৯শ’ ০২ ভোট।
সাতক্ষীরা ২ (সদর) : মীর মোস্তাক আহমেদ রবি (আওয়ামী লীগ, নৌকা) শেষ খবর পাওয়া পর্যন্ত ৮৭টি কেন্দ্রের ফলাফলে ১লক্ষ ১০ হাজার ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ধানের শীষ প্রার্থী পেয়েছেন ১২ হাজার ভোট।
সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জ আংশিক) : ডাঃ আ ফ ম রুহুল হক (আওয়ামী লীগ, নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩ লাখ ৪ হাজার ৩৩৬ ভোট। ধানের শীষ প্রার্থী পেয়েছেন ২৪ হাজার ৩শ’ ৫৩ ভোট।
সাতক্ষীরা ৪ (শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক) : এস এম জগলুল হায়দার (আওয়ামী লীগ, নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৩শ’ ৮৭ ভোট। ধানের শীষ প্রার্থী পেয়েছেন ৩০ হাজার ৪শ’ ৮৬ ভোট।
যশোর-১ : শার্শা আসনে জয়লাভ করেছেন আ’লীগের প্রার্থী শেখ আফিল উদ্দিন এমপি। উপজেলার মোট ১০২টি কেন্দ্রে নৌকা মার্কায় তিনি পেয়েছেন ২ লাখ ৯ হাজার ৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র মফিকুল হাসান তৃপ্তি ধানের শীষ পেয়েছেন ৪ হাজার ৮০২ ভোট।
যশোর-২ : ঝিকরগাছা-চৌগাছা আসনে জয়লাভ করেছেন আ’লীগের প্রার্থী মেজর জেনারেল (অবঃ) ডাঃ নাসির উদ্দিন। তিনি দু’টি উপজেলা এলাকার মোট ১৭৫টি কেন্দ্রে পেয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আবু সাঈদ পেয়েছেন ১২ হাজার ৯৮৮ ভোট।
যশোর-৩ : সদর আসনে জয়লাভ করেছেন আ’লীগের প্রার্থী কাজী নাবিল আহমেদ এমপি। উপজেলা এলাকার মোট ১৭২টি কেন্দ্রে তিনি পেয়েছেন ৩ লাখ ৬১ হাজার ৩৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত পেয়েছেন ৩১ হাজার ৭১০ ভোট।
যশোর-৪ : বাঘারপাড়া-অভয়নগর আসনে জয়লাভ করেছেন আ’লীগের প্রার্থী রনজিৎ কুমার রায় এমপি। দু’টি উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন এলাকার ১৪৫টি ভোট কেন্দ্রে তিনি পেয়েছেন ২ লাখ ৭৬ হাজার ২৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব পেয়েছেন ২৫ হাজার ৯১৯ ভোট।
যশোর-৫ : মণিরামপুর আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী স্বপন ভট্টাচার্য্য এমপি। উপজেলা এলাকার মোট ১২৬টি কেন্দ্রে তিনি পেয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৩৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ মার্কার জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস পেয়েছেন ২৩ হাজার ১১২ ভোট।
যশোর-৬ : কেশবপুর আসনে বিজয়ী হয়েছেন আ’লীগের প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি। উপজেলা এলাকার ৭৯টি কেন্দ্রে তিনি পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানে শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ পেয়েছেন ৫ হাজার ৫৪৮ ভোট।
নড়াইল-১ (কালিয়া ও সদর আংশিক) : আ’লীগের কবিরুল হক মুক্তি নৌকা প্রতীকে ১ লাখ ৮২ হাজার ৫২৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই আসনে ১০২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি’র বিশ^াস জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীকে  ৮ হাজার ৯শ’ ১৯ ভোট।
নড়াইল-২ (লোহাগড়া ও সদর আংশিক) : নৌকা প্রতীক নিয়ে মাশরাফি বিন মর্তুজা পেয়েছেন ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী এনপিপির একাংশের চেয়ারম্যান এড. ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ) পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট।
মাগুরা-১ আসন : আ’লীগ প্রার্থী সাইফুজ্জামান শিখর ২ লাখ ৭৪ হাজার ১৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি’র মনোয়ার হোসেন খান পেয়েছে ১৬ হাজার ৪৬৭ ভোট।
মাগুরা-২ আসন : আ’লীগ প্রার্থী বীরেন শিকদার ২ লাখ ৩০ হাজার ১২৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি’র নিতাই রায় চৌধুরী পেয়েছেন ৫২ হাজার ৯ ভোট।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) : আসনে আ ক ম সারোয়ার জাহান বাদশা জয়লাভ করেছেন। নৌকা প্রতীকে তিনি ২ লাখ ৭৮ হাজার ২৮৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি’র রেজা আহমেদ বাচ্চু পেয়েছেন ৩ হাজার ৪২০ ভোট।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) : আসনে মহাজোট সমর্থিত জাসদ সভাপতি হাসানুল হক ইনু জয়লাভ করেছেন। নৌকা প্রতীকে তিনি ২ লাখ ৮২ হাজার ৬২২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট সমর্থিত (জাপা-জাফর) প্রার্থী আহসান হাবিব লিংকন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৭৫১ ভোট।
কুষ্টিয়া-৩ (সদর) : আসনে আওয়ামী লীগের মাহবুব উল আলম হানিফ জয়লাভ করেছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৯৬ হাজার ৫৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র জাকির হোসেন সরকার সমর্থিত ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৪ হাজর ৩৭৯ ভোট।
কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) : আসনে সেলিম আলতাফ জর্জ জয়লাভ করেছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৮৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র সৈয়দ মেহেদী আহমেদ রুমী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৩১৯ ভোট।
ঝিনাইদহ-১ (শৈলকুপা) : আবদুল হাই (আ’লীগ, নৌকা), ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর ও মহেশপুর) : শফিকুল আজম খান (আ’লীগ, নৌকা)।
ঝিনাইদহ-৪ (সদর আংশিক ও কালীগঞ্জ) : আনোয়ারুল আজীম আনার (আ’লীগ, নৌকা)।
মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) : ফরহাদ হোসেন (আ’লীগ, নৌকা), মেহেরপুর-২ (গাংনী) : সাহিদুজ্জামান খোকন (আ’লীগ, নৌকা)।

সূত্র : সময়ের খবর