ভারতের লোকসভা নির্বাচনে ইভিএম : নির্বাচন কমিশনার

432

ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলির ব্যালট পেপারে ফিরে যাওয়ার আবেদনকে অগ্রাহ্য করে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, ভারতে আগামী লোকসভা নির্বাচন হবে ইভিএমেই। সাম্প্রতিককালে প্রতিটি নির্বাচনের পরই বিরোধীরা বিজেপির বিরুদ্ধে ইভিএমে কারচুপি করে ভোটে জেতার অভিযোগে সরব হয়েছেন। তাদের তরফে ব্যালটে ভোট নেওয়ার দাবি জানানো হয়েছে। সম্প্রতি এক মার্কিন প্রবাসী ভারতীয় সৈয়দ শুজা নামের সাইবার বিশেষজ্ঞ দাবি করেছেন, ইভিএমে কারচুপি করা সম্ভব। তিনি বলেছেন, ২০১৪ সালে ইভিএমে কম কম্পাঙ্কের তরঙ্গ পাঠিয়ে কারচুরির মাধ্যমে বিজেপি জিতেছিল । বৃহষ্পতিবার নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে ব্যালট ব্যবস্থা ফিরিয়ে আনার কোনও সম্ভাবনা নেই। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা এদিন দিল্লিতে একটি অনুষ্ঠানে বলেছেন, একটি বিষয় আমি স্পষ্ট করে দিতে চাই যে, ব্যালটে ভোট নেওয়ার পদ্ধতিতে আমরা আর ফিরে যাব না। সুনীল অরোরা ইভিএম নিয়ে সমস্ত সমালোচনাকে স্বাগত জানালেও তিনি বলেছেন, আগামীদিনে ইভিএম ও ভিভিপ্যাট আরও বেশি করে ব্যবহার করা হবে।