সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে ১৮ পিস স্বর্ণের বার উদ্ধার

538

সাতক্ষীরা থেকে বদরুজ্জামান খোকাঃ-

সাতক্ষীরা কলারোয়া থানার কাকডাঙ্গা সীমান্তে বিজিবি সদস্যরা টহলরত অবস্থায় চোরা কারবারিদের তাড়া করে ১৮ পিস স্বর্ণের বার উদ্ধার করে। মঙ্গলবার ২৯ শে জানুয়ারি ভোররাত চারটার দিকে ভাদিয়ালি এক নম্বর পোস্ট আওতায় কুটিবাড়ি থেকে স্বর্ণের বার জব্দ করে। সাতক্ষীরা ৩৩ বিজিবি সিও লেঃ কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার ১৮ পিস স্বর্ণের বার জব্দ করা বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদার সিদ্দিকী এর নেতৃত্বে সীমান্ত এলাকায় মঙ্গলবার রাতে এক দল চোরা কারবারীদের ধাওয়া করে। বিজিবির ধাওয়া খেয়ে চোরা কারবারিরা একটি পলিথিনের ব্যাগ রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পলিথিন ব্যাগ থেকে স্বর্ণের বার জব্দ করেন। জব্দকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য ৫৪ লক্ষ টাকা। এদিকে বিশ্বস্ত সূত্রে জানা যায় গত ২ জানুয়ারি যশোরে নাভারন মোড় দুই পিস স্বর্ণের ছিনতায়ের ঘটনায় ৪ জন চোরা কারবারিদের কে পুলিশ আটক করে তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন। আজ মঙ্গলবার স্বর্ণ পাচারের ঘটনায় কলারোয়া পৌর সদরের দুই সহোদর হরিতলা এলাকায় কালি এবং সন্দীপ জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এলাকা বাসি মনে করছে তারা দুই ভাই সোনা পাচারের সাথে জড়িত। কারন তারা অনেক দিন যাবত পালাতক ছিল। দীর্ঘ দিন পরে আবারো প্রকাশ্য আসলে ভারতে পাচারের জন্য নিয়ে আসা স্বর্ণ কাকডাঙ্গা সীমান্তে থেকে বিজিবি কর্তৃক ১৮ স্বর্ণ জব্দ করে। এলাকা বাসির ধারনা সকল তথ্য বেরিয়ে আসবে তদন্তের পর।