সাতক্ষীরা তলুইগাছায় জমি সংক্রান্ত বিরোধে ১৪৪ ধারা অমান্য

667

বদরুজ্জামান খোকা, জেলা প্রতিনিধি সাতক্ষীরা :

সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের তালুইগাছা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আদালতের রায় ১৪৪ ধারা জারি করা হয়। যার মামলা নম্বর ১৮০/১৯ তলুইগাছা মৃত ওয়াহেদ আলী বিশ্বাস এর সাথে গোলাম মোস্তফা গংদের মধ্যে দীর্ঘদিন জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ছিল। মোস্তফা গান জোরপূর্বক শরিফুলের জমি দখল করতে গেলে শরিফুল বাদী হয়ে শান্তিপূর্ণ সমাধানের জন্য সাতক্ষীরা সদরের ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা করে। তার পরিপ্রেক্ষিতে কোট উক্ত জমিতে ১৪৪ ধারা জারি করে। পরবর্তীতে সদর থানার এ,এস,আই ইমাদুল ইসলাম থানা হতে বাদী এবং বিবাদী পক্ষের বাড়িতে নোটিশ করে। নোটিশ জারির পরেও বিবাদীরা তা উপেক্ষা করে জমিতে চাষাবাদ করে। এবং ধানের চারা রোপন করে। পরবর্তীতে বিবাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এবং বিভিন্ন প্রকার হুমকি-ধামকি প্রদান করে। এ প্রসঙ্গে এ, এস, আই ইমাদুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি বাদী এবং বিবাদীর বাড়িতে গিয়ে নোটিশ জারি করেছে। কেউ যদি এটি অমান্য করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বাদি শরিফুল বলেন আমি সর্বদা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনের যেটা হবে সেটা মাথা পেতে নেব। আমার পিতা আমার নামে জমি লিখে দিয়েছে যদি আমি আইনের দৃষ্টিতে জমি পাই তাহলে জমি নেব। না হলে স্বেচ্ছায় জমি ছেড়ে দিব। উক্ত জমি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বেশ কয়েকবার শান্তিপূর্ণ সালিশের মাধ্যমে জমি দিতে অস্বীকৃতি জানায় বিবাদী মস্তফা, শাহিন, রাজু, বাবুল। বিবাদীদের হিংস্র। তাই বাদি শরিফুল তাদের ভয়ে আতঙ্কে আছে। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বাদী শরিফুল নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ব্যাপারে সাতক্ষীরা প্রশাসনসহ পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন বাদী শরিফুল ইসলাম।