ফকিরহাট সংবাদ

559

শেখ হেলাল উদ্দীন কলেজসহ
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বরস্বতি
পূজা অনুষ্ঠিত

ফকিরহাট উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে সনাতন ধর্মালম্বীরা বিদ্যা দেবি শ্রী শ্রী স্বরস্বতির পূজা অর্চনা অনুষ্ঠিত হয়েছে। ভোর ৪টায় হতে দুপুর ১২টা পর্যন্ত বিরতিহীন ভাবে এঅনুষ্ঠান পালন করেছে। সকালে পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ে দেবি স্বরস্বতির পূজা অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হয়। শতাধিক শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরা এতে অংশ গ্রহন করেন। পূজা অর্চনা শেষে প্রসাদ বিতরন করা হয়। এছাড়া বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়, বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বেতাগা কেন্দ্রিয় কালিবাড়ী মন্দির, ফকিরহাট সদর কেন্দ্রিয় কালিবাড়ী মন্দির, মানসা কালি বাড়ী মন্দির, সাধুর সাধের বটতলা কালি মন্দির, বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়, কলকলিয়া জিসি মাধ্যমিক বিদ্যালয় ও ফলতিতা শশাধর মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন বাড়িতে পারিবারিক ভাবে শ্রী শ্রী স্বরস্বতির পূজা অর্চনা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে শেখ হেলাল উদ্দীন ডিগ্র্রি কলেজে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এসময় কলেজ গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সভাপতি, খুলনা বিভাগের সেরা বিদ্যোৎসাহী ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ, অত্র কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস, গভর্ণিং বডির সদস্য সৈয়দ মহম্মদ আলী, শিক্ষক প্রতিনিধি সেখ তারিকুল ইসলাম, উৎপল কুমার দাস, পলি দাশ, পূজা উদ্যাপন পর্ষদের আহ্বায়ক পিযুষ কান্তি পাল, অপূর্ব লাল সাহা, সালমা খাতুন, শেখ শামীম ইসলাম, বিকাশ রঞ্জন বিশ্বাস সহ কলেজের অন্যান্য শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, ও সুধীজন উপস্থিত ছিলেন। পূজা অন্তে অঞ্জলি প্রদান বিদ্যা দেবির কাছে প্রার্থনা জানানো হয়। সর্বশেষ বিদ্যার্থী এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
###

ফকিরহাটের দেয়াপাড়া মাধ্যমিক
বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা
উদ্বোধন
ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল রোববার বেলা ১১টায় ডিজিটাল হাজিরা উদ্বোধন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ডিজিটাল হাজিরার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লাহ ইসলাম শেখ। শিক্ষক বাকি বিল্লাহ হাজরার সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তেকাঠিয়া স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম ওমর, অবসরপ্রাপ্ত শিক্ষক সিদ্দিকুর রহমান প্রমূখ। এসময় ইউপি সদস্য প্রদীশ কুমার অধিকারী, শিক্ষক কৃষ্ণ চক্রবর্তী, মনিরা রানী দাশ, মোঃ জুলফিক্কার আলম, উষা রানী দেবনাথ, মোঃ আব্দুর রহমান, শিক্ষক আলমগীর হোসেন, ফকিরহাট অনলাইন সাংবাদিক এ্যাসোসিয়েশনের সদস্য সচিব মান্না কুমার দে, সাংবাদিক শেখ মাসুম বিল্লাহ সহ বিভিন্ন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।