খুলনায় ইভটিজিং করার দায়ে ছাত্রলীগ নেতা আহম্মেদ রনির কারাদণ্ড

448
মোঃ আলামিন খান, ক্রাইম রিপোর্টার – খুলনা
আজ (২৩ ফেব্রুয়ারি) শনিবার দুপুরে ডুমুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানাজ বেগম খুলনার ডুমুরিয়ার চুকনগরে এক এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করায় আহম্মেদ রনি (২৬) ছাত্রলীগের এক নেতাকে এক বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রনি চুকনগর ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি কাঁঠালতলার মঠবাড়িয়া গ্রামের ফজলুর রহমান মোল্যার ছেলে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার মেয়েটি তার বাবাকে নিয়ে বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এলে রনি তার সহযোগীদের নিয়ে তাকে উত্ত্যক্ত করতে থাকেন। এ সময় বাধা দিতে গেলে রনি ওই পরীক্ষার্থীর বাবাকে মারধর করে জখম করেন। পরে রনিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় সে দোষ স্বীকার করায় বিচারক তাকে এ দণ্ড দেন।