খুলনায় দুর্ঘটনা রোধে “স্পিডগান” এসেছে

400
মোঃ আলামিন খাঁন, ডেক্স রিপোর্ট :

খুলনায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা কমাতে ‘স্পিডগান’ ব্যবহার শুরু করেছে খুলনা পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগ  ও জেলা পুলিশ । মূলত দুর্ঘটনা রোধে শুরু হলো স্পিডগান ব্যবহার। ক্যামেরা ও লেজাররশ্মি ব্যবহারের মাধ্যমে চলন্ত যানবাহনের গতি মাপার যন্ত্রই হলো স্পিডগান।
খুলনা বিআরটিএ উপ-পরিচালক জিয়াউর রহমান জানান, শহরের মধ্যে বাস ও ট্রাকের গতিবেগ ২০-২৫ কিলোমিটারের মধ্যে রাখার বাধ্য বাধকতা রয়েছে। সিটি করপোরেশন এলাকার বাইরে ট্রাকের সর্বোচ্চ গতিবেগ সর্বোচ্চ ৪৫ কিলোমিটার, মোটরসাইকেলের ৭০ ও বাসের ৮০ কিলোমিটার পর্যন্ত রাখা যাবে। কিন্তু অধিকাংশ যানবাহনই সেটা মানে না। স্পিডগান ব্যবহারের ফলে নগরীতে যানবাহনের গতি নিয়ন্ত্রণে রাখা যাবে। ট্রাফিক পুলিশ জানায়, নির্দিষ্ট গতিসীমার উপরে যানবাহন চালালে ১৪২ ধারায় মামলা করা হবে। এতে ৩০০ টাকা জরিমানা করা হবে।