পাকিস্থানের জৈশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের ছেলে ও ভাই আটক

515

জঙ্গিদের বিরুদ্ধে  অভিযান শুরু করেছে পাকিস্তান। এর অংশ হিসেবে দেশব্যাপী শুরু হয়েছে ব্যাপক ধর-পাকর। গ্রেপ্তার করা হয়েছে সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের ছেলে ও ভাইকে। একইসঙ্গে লস্কর-ই-তৈয়াবা, জামাত উদ দাওয়া ও ফালাহ-ই-ইনসানিয়াতসহ বেশ কয়েকটি ইসলামপন্থী সংগঠনের বিরুদ্ধে চিরুনি অভিযান চলছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার জঙ্গিদের নিশ্চিহ্ন করতে এ অভিযান ঘোষণা করে।

দীর্ঘদিন ধরে পাকিস্তানের অভ্যন্তরে থেকে এসব জঙ্গিগোষ্ঠী নানা সন্ত্রাসবাদী কার্যকলাপ করলেও পাকিস্তান সরকারের থেকে তেমন কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তবে ইমরান খান ক্ষমতায় বসার পর থেকেই জঙ্গিবাদ দমনের কথা বলে আসছেন। সম্প্রতি ভারতের সঙ্গে সন্ত্রাসীদের আশ্রয় দেয়া নিয়ে সংকট সৃষ্টি হয়ে পাকিস্তানের। এর পরই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয় ঘোষণা করে, নিষিদ্ধ হওয়া সন্ত্রাসী দলগুলোর বিরুদ্ধে  অভিযান চালাতে যাচ্ছে পাকিস্তান।