সিদ্দিপাশায় তরিকুল মেম্বর কর্তৃক সাংবাদিকদের হুমকি: থানায় অভিযোগ

706

অভয়নগর থানা প্রতিনিধি :

যশোর-অভয়নগর সিদ্দিপাশায় ইউপি সদস্য শেখ তরিকুল ইসলামের বিরুদ্ধে সাংবাদিকদের হুমকির ঘটনায় সাংবাদিক মনিরুজ্জামান বাবলু সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দেওয়ার ৪৮ ঘন্টা অতিবাহিত হলেও পুলিশ তরিকুলের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। ফলে সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানাযায়, গত ১৩ মার্চ রাত ৮টায় সিদ্দিপাশা মালোপাড়ায় প্রদিপ বিশ্বাসের স্কুল পড়–য়া মেয়ে বিপাশা বিশ্বাস (১৫) এর বাল্যবিয়ে হয়। এ বাল্য বিয়ের বিষয় তথ্য সংগ্রহ করার জন্য স্থানীয় কয়েকজন পত্রিকার সাংবাদিক তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে পৌঁছায় । এ সময় ৮নং সিদ্দিপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ তরিকুল ইসলাম (৩৫) , পিং- মৃত :শেখ সফিউদ্দিন সহ অজ্ঞাত ১০/১২ জনের একদল সংঘবদ্ধভাবে এসে সাংবাদিকদের উপর হামলা চালায়। একপর্যায় সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেয় ওই ইউপি সদস্য। পরবর্তীতে ঘটনার বিস্তারিত বিবরনসহ দৈনিক প্রবাহের প্রতিনিধি মনিরুজ্জামান বাবুল গত ১৯ মার্চ মঙ্গলবার অভয়নগর থানায় তরিকুল মেম্বর সহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে অভিযোগ দেন।
এ ব্যাপারে কথা হয় অভয়নগর থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেনের সাথে। তিনি জানান, দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।