খুলনা কলেজের ছাত্রী শাহানার চিকিৎসার জন্য বিত্তবানদের প্রতি আহব্বান

282
মোঃ আলামিন খান – ডেক্স রিপোর্ট
খুলনার সরকারি পাইওনিয়র কলেজের একাদশ শ্রেণির ছাত্রী শাহানা আক্তারের হার্টের একটি ভাল্ব নষ্ট হয়ে গেছে। অন্য ভাল্বটিও অকেজো হওয়ার পথে। জরুরি ভিত্তিতে অপারেশন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন প্রায় তিন লাখ টাকা প্রয়োজন। কিন্তু শাহানার দরিদ্র পরিবার ও স্বজনদের পক্ষে চিকিৎসার এ টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। শাহানার চিকিৎসার জন্য তাই সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার স্বজনরা। শাহানা খুলনা মহানগরীর গোবরচাকা প্রধান সড়কের ১০২/১ (ক) বাড়িতে ফুফুর পরিবারের সঙ্গে থাকেন। শাহানা বলেন, ছোটবেলায় আমার মা মারা যাওয়ার পর বাবা নিরুদ্দেশ হয়ে যান। সেই থেকে আমাদের তিন ভাইবোনকে দরিদ্র ফুফা অনেক কষ্ট করে বড় করেছেন। তাকেই আমরা বড় আব্বু বলে ডাকি। তার পক্ষে আমার চিকিৎসার এতো ব্যয় বহন করা সম্ভব নয়। অসুস্থতার কারণে আমার পড়ালেখা বন্ধ হয়ে গেছে। শাহানা মৃত্যুর প্রহর গুণছে। সমাজের দানশীল ব্যক্তি ও প্রবাসী ভাইবোনদের সাহায্যে শাহানা ফিরে পেতে পারে একটি নতুন জীবন।
তাকে সাহায্য পাঠানোর ঠিকানা-নুর আলম, সঞ্চয়ী হিসাব নম্বর-০১০০১১১৬০৪৫৯৭, জনতা ব্যাংক,  কেডিএ এভিনিউ শাখা, খুলনা।