পাঁচ বছরপর খুলনা জেলা স্টেডিয়ামের যাত্রা শুরু

450

খুলনা থেকে মোঃ আল- আমিন খান

সোমবার সকালে খুলনা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের ম্যাচ দিয়ে খুলনার ক্রীড়াঙ্গনের স্টেডিয়ামটি পুনরায় যাত্রা শুরু করলো। স্টেডিয়ামটির মতো খুলনা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগও প্রায় পাঁচ বছর অনুষ্ঠিত হচ্ছে। সকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট ও পুন:নির্মিত খুলনা জেলা স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী এ ম্যাচের স্বাক্ষী হলো খুলনা পঞ্চবীথি ক্রীড়া চক্র ও রেডসান ক্লাব। দীর্ঘ দিন পরিত্যক্ত থাকার পর জাতীয় ক্রীড়া পরিষদ সোয়া ১১ কোটি টাকা ব্যায়ে এ স্টেডিয়াম পুননির্মান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, এ মাঠ উদ্বোধনের মধ্যে দিয়ে খুলনাবাসীর দীর্ঘদিনের দুঃখ দুর হতে যাচ্ছে। খুলনা স্টেডিয়ামের গ্যালারির একটি অংশ এখনও বাকি আছে। সেটিও দ্রুততম সময়ে কাজ শুরু হবে বলে আশ্বাস দেন তিনি।
খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান বলেন, বেশ কয়েক বছর খেলা আয়োজন করতে পারিনি। মাঠ সমস্যাসহ নানা প্রতিকুলতা ছিলো ক্রিকেট লীগ আয়োজনে। তিনিও প্রত্যাশা করেন, আজ থেকে শুরু হলো, সেটা তার ধারাবাহিকতা ধরে রাখবে। আর এর মাধ্যমে খুলনার ক্রিকেটসহ খেলাধুলার সার্বিক উন্নতি হবে। ত্রীড়াঙ্গনে খুলনার যে সুনাম সেটাও আবার সুনাম ফিরিয়ে আনা হবে। দীর্ঘ পাঁচ বছর পর নতুন করে পথচলা শুরু হলো খুলনা জেলা স্টেডিয়ামের। দীর্ঘ দিন পরিত্যক্ত থাকার পর জাতীয় ক্রীড়া পরিষদ সোয়া ১১ কোটি টাকা ব্যায়ে এ স্টেডিয়াম পুননির্মান করে। অবকাঠামো নষ্ট হয়ে যাওয়ায় দীর্ঘদিনের পরিত্যক্ত খুলনা জেলাখুলনা জেলা ক্রীড়া সংস্থা নিজস্ব অর্থায়নে এ মাঠ সংস্কার করে।