খুলনার সোনাডাঙ্গা বাইপাস সড়ক খানাখন্দে ভরা

642
মোঃ আল-আমিন খাঁন
সোনাডাঙ্গা বাইপাস সড়কের সরেজমিনে গিয়ে দেখা মেলে সড়কটি যেন, খানাখন্দ, ভাঙাচোরা, ধূলাবালি আর ব্যবসায়ীদের দখলের দৃশ্য। বৃষ্টি হলে আর রক্ষা নেই। পরিণত হয় মরণফাঁদে। সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে জয়বাংলার মোড় উঠতে বিশেষ সুবিধার জন্য এই সড়ক করা হয়। কিন্তু সুবিধার জন্য করা সড়কে এখন অসুবিধার মাত্রা তীব্রতর। বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন জানান, এ রাস্তার পায়ে হেঁটে, রিক্সায়, বাসে কোনোভাবেই চলাচল করা যায় না। প্রায় সময় গাড়ির চেসিজ ভেঙে যায়। সড়ক দুর্ঘটনা শুধু চালকের জন্য হয় না। রাস্তার জন্যেও হয়। জনগণের স্বার্থে এ ভাঙাচোরা রাস্তা বাদ দিয়ে যদি গল্লামারি হয়ে গাড়ি চলে তাহলে প্রশাসন চালক, গাড়ি আটক করে। আমরা আশা করবো জনগণের সমস্যার কথা চিন্তা করে অনতিবিলম্বে কর্তৃপক্ষ এ রাস্তাটি চলাচলের উপযোগী করে সংস্কার করবে।