ঝুঁকিপূর্ণ ব্রীজে চলাফেরা করছে চর শরিফপুর গ্রামের বাসিন্দারা, দূর্ঘটনার আশংকা

260

 জুয়েল ডি সানি /  আরিফুর রহমান

বরিশাল মেহেন্দীগঞ্জের জয়নগর ইউনিয়নে অবস্থিত চর শরিফপুর গ্রামের ব্রীজটি প্রায় ভেঙে পড়েছে। এ অবস্থাতেই ঝুঁকিতে চলাফেরা করছে এই গ্রামের বাসিন্দারা। তাছাড়াও এই ব্রিজটি দিয়ে চর শরিফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিশুরা বিদ্যালয়ে যায়। এছাড়া যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সরেজমিনে গিয়েদেখা যায়, ব্রিজটির নিচে লোহার পিলারগুলো নিচে ডেবে গেছে এবং সেখানে ব্রিজটি একপাশে কাত হয়ে আছে। এ বিষয়ে এলাকাবাসীর  জানান, অনেকদিন যাবৎ তারা ঝুঁকিতে চলাফেরা করছেন। তাছাড়া এই প্রাথমিক বিদ্যালয়ের অনেক কোমলমতি শিক্ষার্থীরা এই ব্রীজ পার হয়ে প্রতিনিদিন বিদ্যালয়ে যায়। যে
কোন সময় ব্রিজটি ভেঙে পরতে পারে। নতুন এই জয়নগর ইউনিয়ন হবার পর এখন কোনউদ্যোগ নেয়া হয় নি বলে প্রকাশ। তবে  এই স্কুলের প্রায় শতাধিক ছাত্র ছাত্রী এই ব্রিজ পারহয়ে বিদ্যালয়ে যায়। তাই এই ব্রিজটি যেন দ্রুত সংস্কার অথবা নির্মাণ করা হয় তার জন্য কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ চান শরিফপুর গ্রামবাসি।