খুলনায় মে দিবস পালিত

146
মোঃ আলামিন খাঁন
আজ  সকালে খুলনার বয়রাস্থ শ্রম অধিদপ্তর চত্ত্বরে আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সিটি মেয়র বলেন, পহেলা মে শ্রমজীবী মানুষের মুক্তির দিন। এই সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ শ্রমিক বান্ধব সরকার। শ্রমিকদের প্রতি মালিকদেরও যত্নবান হতে হবে শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’এই প্রতিপাদ্য নিয়ে দেশের অন্যান্য স্থানের মতো যথাযোগ্য মার্যাদায় খুলনার মহান মে দিবস পালিত হয়। কর্মক্ষেত্রে যাতে কোন ধরণের অনাকাঙ্খিত পরিবেশে সৃষ্টি না হয় সেদিকে মালিক-শ্রমিক উভয়কে সচেতন থাকতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকদের স্বার্থে ১৯৭২ সালে বহু কলকারখানা জাতীয়করণ করে গেছেন। অনুষ্ঠানে সিটি মেয়র ৫৭ অসহায় শ্রমিকদের মাঝে প্রায় ৩৭ লাখ টাকার চেক বিতরণ করেন।

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন এবং অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম।