খুলনার ফুটপাতে ইফতার বিক্রি বন্ধ : কেসিসি মেয়র

290
মোঃ আলামিন খান :
আজ সোমবার খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, এবার ফুটপাতের উপর ইফতারি সামগ্রী নিয়ে কাউকেই বসতে দেওয়া হবে না। রমজানে ইফতারের সময় যতো ঘনিয়ে আসতো ফুটপাতে যেন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হতো
বিক্রেতাদের হাঁক-ডাক আর ক্রেতাদের ক্রয় উৎসবে জমজমাট হয়ে উঠতো ফুটপাতের ইফতার বাজার। পেশাজীবী, শিক্ষার্থী, শ্রমিক সব শ্রেণীর মানুষ ইফতার কিনতে ফুটপাতে ভিড় করতেন। সিটি করপোরেশন সূত্রে জানা যায়, আধুনিক নগরী হিসেবে খুলনাকে গড়ে তুলতে চলতি বছরের জানুয়ারিতে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসন করে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা হয়। যার ফলে কয়েকদিনে মহানগরী খুলনার চেহারা বদলাতে শুরু করে। পথচারীদের ভোগান্তি লাঘবে খুলনা সিটি করেপারেশন অবৈধ দখলদার হকারদের সরিয়ে নগরীর ফুটপাথ দখলমুক্ত করে। এছাড়া বন্ধ করা হয়েছে যানবাহনের অবৈধ পার্কিং। সবকিছু মিলিয়ে পরিচ্ছন্ন নতুন চেহারায় ফিরেছে খুলনা মহানগরী। যেসব মৌসুমী ব্যবসায়ী রমজানে ফুটপাতে দীর্ঘ বছর ধরে ইফতারি বিক্রি করে আসছিলেন তাদের মধ্যে এবার চাপা ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন, অন্তত বিকেলে দুই-তিন ঘণ্টার জন্য কেসিসি আমাদের ফুটপাতে বসার সুযোগ দিলে আমরা যেমন লাভবান হতাম তেমনি রোজাদাররা কম মূল্যে সহজে ইফতার সামগ্রী পেতেন। সূত্র : বিডিনিউজ২৪.কম