হোটেল ওয়েস্টার্ন ইন ও হোটেল রয়্যালে মোবাইল কোর্ট পরিচালনা, ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

205
খুলনা ব্যুরো
শনিবার বিকাল ৩ টায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দ্রব্যের মান নিশ্চিত করণে খুলনা মহানগরীর হোটেল ওয়েস্টার্ন ইন ও হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল এ মোবাইল  কোর্ট পরিচালনা করা হয়।এ সময়ে হোটেল সমূহকে সতর্ক  করাসহ  বিভিন্ন গুরুতর অনিয়ম এর কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ  আইন ২০০৯ এর বিভিন্ন  ধারায় ৭০,০০০ টাকা করে মোট এক লক্ষ চল্লিশ হাজার ১,৪০,০০০টাকা জরিমানা করা হয়। খুলনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হেলাল হোসেন মহোদয়ের সদয় নির্দেশনায় ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইউসুপ আলী মহোদয়ের তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন খুলনার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কাজী নাহিদ ইভা। জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এমন অনিয়ম না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন অংশ নেয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়