মৃত্যুর আগ পর্যন্ত ইউনিয়নবাসির সেবা করে যেতে চাই ঃ চেয়ারম্যান শেখ মোঃ আলী

141

আকাশ বৈরাগী (সনেট), জেলা প্রতিনিধি (বাগেরহাট)

আলহাজ্ব শেখ মোঃ আলী, ১০ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাশতলা বাগেরহাট রামপাল। সে নিজের ইউনিয়ন পরিষদ এলাকায় বহু কাজ করে যাচ্ছেন। তার সব চিন্তা ধ্যান ধারনার মাঝে এলাকার উন্নয়ন মানুষের দুঃখ কষ্ট লাঘব করার চেষ্টা। তিনি এলাকার উন্নয়নের জন্য খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের হাতে হাত মিলিয়ে  মডেল ইউনিয়ন পরিষদ বাশতলা গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে।

শেখ মো. আলী বলেন, আমাদের প্রিয় জননেত্রী শেখ হাসিনা দেশের জন্য যে পরিমাণ কাজ করছেন তাতে আমার মনে হয়, ২০২১ সালের মধ্যে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বে তালিকাভুক্ত হব। তিনি আরো বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের কারণে আমাদের বাগেরহাট রামপাল যে উন্নয়নের জোয়ার চলমান রয়েছে এবং আমাদের খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের ঐক্যান্তি প্রচেষ্টায়  বাগেরহাট রামপাল ১০নং বাশতলা ইউনিয়নে যে পরিমাণ ইউনিয়ন হয়েছে। আগামীতে যদি আমরা ক্ষমতায় আসতে পারি তাহলে আমার মনে হয় এর থেকে বেশি উন্নয়ন হবে।
আলহাজ্ব শেখ মোঃ আলী বললেন, আমার ইউনিয়ন পরিষদে বর্তমানে কোনো ভিক্ষুক নেই বললেই হয় এবং সন্ত্রাস, মাদক, চাঁদাবাজী নিয়ন্ত্রণাধীন আছে। তিনি বললেন, আমার চাওয়া-পাওয়ার কোনো কিছুই নেই শুধু আমার একটি চাওয়া যতদিন আমি বেঁচে থাকবো ততদিন ইউনিয়ন বাসিরর উন্নয়নই আমার কাজের লক্ষ্য।

আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ১০ নং বাঁশতলা ইউনিয়ন পরিষদের পক্ষথেকে সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল।