খুলনায় মোবাইল কোর্ট অভিযান, নিউ পিসাসা আইসক্রীম ফ্যাক্টরীকে জরিমানা ও জেল

194

এম হুসাইন সাব্বির (ক্রাইম রিপোর্টার)-খুলনা

খুলনায় মোবাইল কোর্ট অভিযান নিউ পিসাসা আইসক্রীম ফ্যাক্টরী, ৩০, বসুপাড়া মেইন রোড, জেলা ম্যাজিস্ট্রেট খুলনা মহোদয়ের নির্দেশে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা এর নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী আজ বিকালে খুলনা মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানকালে নগরীর বসুপাড়া মেইন রোড সংলগ্ন এলাকায় অবৈধ আইসক্রিম ফ্যাক্টরী নিউ পিসাসা আইসক্রীম, ৩০, বসুপাড়া মেইন রোড, খুলনা অবৈধ প্রক্রিয়ায় ঘনচিনি, স্যাকারিন, টেক্সটাইল রং ও বিএসটিআই এর লেবেল ব্যবহারসহ উৎপাদন, ব্যাচ ও মেয়াদোর্ত্তীনের তারিখ ছাড়া আইসক্রিম তৈরী ও বাজারজাত করে আসছিল। অভিযানে আসামী তার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করে নেয় ও ক্ষমা প্রার্থনা করে। মোবাইল কোর্ট আসামীকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪২ ধারা মোতাবেক ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা অনাদায়ে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদ্বন্ড প্রদান করা হয় ও কারখানাটি সিলগালা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।অভিযানকালে বিএসটিআই এর কর্মকর্তা ও খুলনা মেট্টোপলিটন পুলিশ সহায়তা প্রদান করেন।