রিফাত শরীফের দাফন সম্পন্ন, খুনীদের গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর নির্দেশ: কাদের

268

বৃহস্পতিবার  বিকেল সাড়ে ৫টার দিকে প্রকাশ্যে দিবালোকে খুন হওয়া রিফাত শরীফের দাফন সম্পন্ন হয়েছে। নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে রিফাত শরীফের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গ থেকে অ্যাম্বুলেন্সে করে রিফাতের মরদেহ নিয়ে বন্ধু-স্বজনরা দুপুর ১টার দিকে তার বরগুনার বাড়ির উদ্দেশে রওনা দেয়। বিকেল ৩টার দিকে সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের উত্তর বড়লবনগোলা গ্রামের বাড়িতে পৌঁছায় রিফাতের মরদেহবাহী অ্যাম্বুলেন্স। এসময় শেষবারের মতো এক নজর দেখতে তার বাড়িতে ভিড় করে হাজারো মানুষ।

বুধবার (২৬ জুন) সকালে বরগুনা সরকারি কলেজ রোড়ে সন্ত্রাসীরা স্ত্রীর সামনেই কুপিয়ে গুরুতর জখম করে রিফাত শরীফকে। পরে বিকেলে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে প্রতিবাদ-সমালোচনার ঝড় ওঠে।

নিহতের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ গত রাতে ১২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ওই একজনকে গ্রেফতার করেন। বাকি অভিযুক্তদের ধরতে সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। অভিযুক্ত বেশিরভাগের বিরুদ্ধে আগের এক বা একাধিক মামলা রয়েছে এবং তাদের কয়েকজন আগেও কয়েকবার গ্রেফতার হয়েছেন বলেও জানা গেছে।তবে তবে তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত কারও পরিচয় প্রকাশ করা হবেনা বলে জানান পুলিশ সুপার মারুফ হোসেন।

: সৌজন্যে : সময় সংবাদ

https://www.facebook.com/duranto24/videos/626117991217854/