ফকিরহাট উপজেলা পরিষদের ২কোটি ৬৫ লক্ষ ২৮হাজার টাকার বাজেট ঘোষনা

249

বাদশা আলম (ফকির হাট থানা প্রতিনিধি)
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ ২কোটি ৬৫লক্ষ ২৮হাজার টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়াম মিলনায়তনে-২০১৯-২০২০অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ এই বাজেট ঘোষনা করেন। শিক্ষা ক্ষেত্রে সব্বর্চ বাজেট ধারা হয় ১৮লক্ষ ৫হাজার ২শত ৫০টাকা। এছাড়া আর্থ সামাজিক উন্নয়নের মধ্যে যেমন কৃষি বিপনন. পানি সরবরাহ, স্যানিটেশন ও দরিদ্র বিমোচনসহ এসডিজি বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অতিরিক্ত অর্থও বাজেটে অর্ন্তভুক্ত করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহানাজ পারভীন, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত, মৎস্য অফিসার অভিজিৎ শীল, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ জাহাংগীর আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার, পঃ পঃ কর্মকর্তা দিলদার হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা পুষ্পন শিকদার, নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু জাহিদ শেখ, সমাজসেবা অফিসার আব্দুর সবুর, পরিসংখ্যান কর্মকর্তা সরদার আমজাদ হোসেন, প্রকল্প কর্মকর্তা সাইদা দিলরুবা সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন, সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, লখপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন,পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ, বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ফকির, মুলঘর ইউপি চেয়ারম্যান এ্যাঃ হীটলার গোলদার, নলধা ইউপি চেয়ারম্যান কাজি মোঃ মহসিন ও শুভদিয়া ইউপি চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম। বাজেট সভায় শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের পক্ষ হতে ৮টি ইউনিয়নের ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরন করার বিষয় ও বেতাগা ইউনিয়ন পরিষদ ২৭জুন-২০১৯ শতভাগ ট্যাক্স আদায় সংক্রান্ত সফলতার বিষয়টি তুলে ধরা হয়। এসময় সরকারী কর্মকর্তা জনপ্রতিনিধি সাংবাদিক শিক্ষক ও সুশীল সমাজের বিভিন্ন নের্তৃবৃন্দরা উপ¯ি’ত ছিলেন।