চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক

183

শুক্রবার (৫ জুলাই) বিকেলে বেইজিংয়ে রাষ্ট্রীয় অতিথি ভবনে  চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অতিথি ভবনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট। পরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় নানা ইস্যুতে আলোচনা করেন দুই নেতা। এসময় বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রায় শেখ হাসিনা সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন শি জিনপিং। এর আগে দেশটির রাষ্ট্রীয় কাঠামোর সর্বোচ্চ প্রতিষ্ঠান ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান লি ঝাংসুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সরকার প্রধান শেখ হাসিনা।