খুলনায় সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে ভ্রাম্যামন আদালত কর্তৃক জরিমানা

227

এম হুসাইন সাব্বির,  জেলা ক্রাইম রিপোর্টার-খুলনা।

খুলনা করোনেশন স্কুল সংলগ্ন সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে অস্বাস্থ্যকর পরিবেশে দুগ্ধজাত খাদ্যদ্রব্য তৈরী এবং পচা-বাসী দই সংরক্ষণ ও মজুদের জন্য আজ বিকেলে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এরকম অস্বাস্থ্যকর পরিবেশে তৈরীকৃত খাদ্যদ্রব্য বিক্রয় ও পচা-বাসী খাবার বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯” এর পরিপন্থী। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা মোহাম্মদ হেলাল হোসেন মহোদয়ের নির্দেশনায় এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইউসুপ আলীর তত্ত্বাবধানে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রাশেদুজ্জামান। ভোক্তাদের অধিকার অক্ষুণ্ন রাখতে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।