নারায়ণগঞ্জের কাঞ্চনে ইভিএম-এ ভোট প্রদানের অপেক্ষায় পৌরবাসী

218

আরিফুর রহমান সেতু, স্টাফ রিপোর্টার

নারায়নগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের প্রশিক্ষণ দেয়া শুরু করেছে নির্বাচন কমিশন। আগামী ২৫শে জুলাই আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রথমবারের মত ইভিএম এর মাধ্যমে ভোট হবে জেনে অধীর আগ্রহে অপেক্ষা করছে নারায়নগঞ্জের কাঞ্চন পৌরবাসী।

তবে এলাকা ঘুরে বিভিন্ন বয়সের ভোটারদের মাঝে পাওয়া গেছে ভিন্ন ধরনের মতামত। বয়সে তরুন ভোটাররা অনেকেই আগ্রহী ইভিএম এ ভোট দেয়ার জন্য তবে কিছুটা দ্বিমত পাওয়া গেছে বয়স্ক ভোটারদের মাঝে। তাদের অনেকেই শিক্ষিত না হওয়াতে অনাগ্রহী এই ইভিএম এর ওপর। তাছাড়া রয়েছে প্রযুক্তিগত জ্ঞানের অভাব যার জন্য অনেক বয়স্ক ভোটার এবং কিছু প্রার্থী আস্থা রাখতে পারছেন না ইভিএম সিস্টেমে। পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের কেন্দুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় একি কাজ বার বার দেখানোর পরেও সঠিকভাবে ভোট প্রদানে ব্যর্থ হচ্ছেন অনেকেই। এই বিষয় নিয়ে এখন চিন্তিত অনেক প্রার্থী কারন এই অজ্ঞতার ফলে ভোট চলে যেতে পারে অন্যত্র এবং ফলাফল ভিন্ন হতে পারে। তবে এ বিষয়ে আরো অধিকতর প্রশিক্ষণ এবং প্রচারের জন্য দাবি করেছেন এলাকার জনসাধারন। নিরাপত্তার বিষয়ে এলাকাবাসীর সাথে আলাপনে জানা যায় গত নির্বাচনে ১ নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে একজন খুন এবং ৯ নং ওয়ার্ডে পুলিশের সাথে ঘন্টাকাল ব্যাপী সংঘর্ষ হয়, সেই একই ঘটনার জন্ম যেন এবার না হয় তার জন্য প্রশাসনের কঠোর অবস্থানে থাকার কথা বলেন এলাকাবাসী।

১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ হোসাইন খোকন এ বিষয়ে cintv24 কে জানান, গত নির্বাচনে এই ভোট কেন্দ্রে একটি খুন হয়েছে। সেই একই ঘটনা যাতে এবার না ঘটে তার জন্য জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার সহ নির্বাচন কমিশনের নিকট তার দাবি জানাই।

২ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এবং নির্বাচনে কাউন্সিলর প্রার্থী আতাউর রহমান চান মিয়া cintv24 কে জানান, সাধারন জনগন এমনিতেই এখন ভোটবিমুখ । ভোটাররা যাতে নিরাপদে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি ফিরতে পারে এটাই তাদের নিকট প্রত্যাশা।

৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আমজাদ হোসেন ভুট্টু, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রোকন সকলেই উৎসবমুখর পরিবেশে নির্বাচনের দাবি জানান।